বর্তমানে কে যে কখন কি কারনে ভাইরাল হয়ে বিখ‍্যাত হয়েযান তা দেখে অবাক হতে হয়। এই ভাবেই ভাইরাল হয়ে বাংলাদেশের হিরো আলম থেকে পশ্চিমবঙ্গের বাদাম কাকু আজ কোটিপতি হয়েছেন। আবার ঠিক এর বিপরীত ঘটনাও রয়েছে। তবে সংখ্যাটা কম। কিন্তু ভাইরাল হতে তারা রাতারাতি বিখ্যাত হয়েছেন এটা সত‍্য। এবার আবারও নেটজগতে ভাইরাল হলেন আর এক চা’য় ওয়ালা। ভারতে তথা বিশ্বের দরবারে চা’য় ওয়ালা হিসাবে বিখ্যাত তিনি আর কেউ নন, আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যিনি এক সময় চা বিক্রি করেও জীবিকা করেছেন।

কোন সৎ পরিশ্রমই একটি মহান উদ্যোগ। কোন কাজই ছোট না। তবে তাদের কিছু বিশেষ প্রতিভার কারনে কেউ কেউ নেটজগতে ভাইরাল হয়েযান। ঠিক সেই ভাবেই এবার ভাইরাল হলেন নাগপুর মহারাষ্ট্রের এই চা’য় ওয়ালা। ইনি চা তৈরীর সাথে সাথে একাধিক বলিউড অভিনেতা, যেমন অমিতাভ বচ্চন, হৃতিক রোশন, ওম পুরি, সালমান খান সহ অনেকের মিমিক্রি করতে পারেন তার সাথে ভারতের বিখ‍্যাত গায়ক সনু নিগমের কন্ঠে গান করে তার চায়ের খরিদ্দার দের মনোরঞ্জন করে থাকেন।

আপনাদের জন‍্য রইলো ইন্স্টাগ্রামে ভাইরাল হওয়া সেই ভিডিওর অসম্পাদিত লিঙ্ক।

 

View this post on Instagram

 

A post shared by JUST NAGPUR THINGS (@abhinavjeswani)