
গত মহালয়ার আগমনী সুরের মাঝেই মন ভারী করা শুভ বিজয়ার সুর বেজে উঠেছিল এই ছবির ট্রেলার লঞ্চের সাথেই, কিন্তু জনসাধারণের জন্য শীতের আমেজেই, দক্ষিন কলকাতার সাউথ সিটি মলে, সাড়ম্বরে কেক কেটে মুক্তি পেল কৌশিক গাঙ্গুলী ও চূর্নী গাঙ্গুলী অভিনীত শুভ বিজয়া।
বহুদিন বাদে আমরা এই বাস্তবিক জুটি কে পেতে চলেছি সিনেমার পর্দায়। অভিনয় ছাড়াও এই দুই জনের পরিচালিত অনান্য কাজ গুলি অনেক আগে থেকেই মানুষের মন জয় করেছে। এবার তাদের এই নতুন ছবির কাজ দেখতেই আপামোর বাঙালি উৎসাহিত। ছবির প্রযোজনায় রয়েছেন রোহন সেন।
যদিও এই ছবিতে অভিনয় করেছেন বাংলা সিনেমার এখন কার প্রিয় জুটি বনি কৌশানি সহ দেবতনু, খরাজ মুখোপাধ্যায়, মানসী সিনহা ও অমৃতা দে সহ অনেকে।
পুজো মানেই বাঙালি যৌথ বনেদি পরিবারে অনেক অনেক আনন্দ। পুজোর এই পাঁচটা দিনের গল্পেই থাকবে দুর্গা পুজোর আনন্দের সাথে পারিবারিক ওঠা পড়ার এক অদ্ভুত টানা পোড়েন। যা শুভ বিজয়ার মন ভারী করা আমেজে শেষ হবে। বহুদিন বাদে বাংলা ছবির দর্শক বাঙালি পরিবারের এক অন্য স্বাদের গল্প পেল বলাই যায়।
Reading your article helped me a lot, but I still had some doubts at the time, could I ask you for advice? Thanks.