Home » সম্মান জিতল বাংলা

সম্মান জিতল বাংলা

বৈশালী মণ্ডলঃ  SKOCH সম্মান জিতেছে বাংলা।

২০২১’ অনুযায়ী বন ও পরিবেশ সংক্রান্ত বিভাগে বাংলা শীর্ষ স্থান দখল করেছে বলে শনিবার জানা গিয়েছে।

পুরস্কার তুলে দেওয়া হয়েছে দিল্লিতে পরিবহণ দপ্তরের সচিব রাজেশ কুমার সিনহার হাতে । একই দিনে ঘোষণা করা হয়েছে, বন ও পরিবেশ সংক্রান্ত বিভাগেও সেরার সম্মান আসছে বাংলার ঝুলিতেই।

সারা দেশের সবকটি রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা প্রথম স্থান অধিকার করেছে। ‘স্কচ স্টেট অফ গভর্ন্যান্স রিপোর্ট ২০২১’ ক্যাটাগরিতে পশ্চিমবঙ্গ শীর্ষস্থান পায়।

রাজ্যের অর্থ দপ্তর থেকে শুরু করে নারী ও শিশু কল্যাণ দপ্তরও পেয়েছে এই স্কচ পুরস্কার।

SKOCH State of Governance Report Card for 2021 – Top 12 States

এছাড়াও সেবার দুই বিভাগে ‘স্কচ গোল্ডেন’ অ্যাওয়ার্ড পেয়েছিল বাংলা।

২০২০ ও ২০২১ সালে কোভিড (COVID-19) মোকাবিলা এবং জনপরিষেবায় দুর্দান্ত কাজের সুবাদে বাংলার ঝুলিতে এসেছিল একাধিক ‘স্কচ’ অ্যাওয়ার্ড।’

স্কচ স্টেট অফ গভর্ন‌্যান্স রিপোর্ট ২০২১’ অনুযায়ী বন ও পরিবেশ সংক্রান্ত বিভাগে বাংলা শীর্ষ স্থান দখল করেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Click to Go Up
error: Content is protected !!