বলিউড তারকা সালমান খান এবং তার বাবা সেলিম খান একটি হুমকি চিঠি পেয়েছেন এবং ইতিমধ্যেই 
তার তদন্ত শুরু হয়েছে। প্রসিদ্ধ পাঞ্জাবি গায়ক সিধু মুসে ওয়ালাকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্যরা গুলি করে 
হত্যার ঘটনার পরেই এই হুমকি চিঠি কে যথেষ্ট সতর্কতার সাথে দেখেছেন মুম্বাই পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স ।
রবিবার সকালে সেলিম খান প্রাত ভ্রমণে বেরিয়ে ঠিক যে বেঞ্চে বিশ্রাম নেন সেখানেই সকাল ৮ টায় এক অজ্ঞাত
পরিচয় ব্যাক্তি একটি চিরকুট সেলিম খান কে দিয়ে যান । সেই চিরকুটে লেখা ছিল - সেলিম খান ও সালমান খান 
তোমাদেরও খুব তাড়াতাড়ি মুসে ওয়ালার মতো হাল হবে। 



সেলিম খান সাথে সাথেই মুম্বাই পুলিশ কে বিষয়টি জানান এবং তারপর থেকেই সালমান খানের নিরাপত্তা বাড়িয়ে 
দেওয়া হয়। এমনকি সালমান খানের গ্যালাক্সি এপার্টমেন্টেও পুলিশি নিরাপত্তা দিয়ে মুড়ে ফেলা হয়। অন্যদিকে মুম্বাই
পুলিশের গুন্ডা দমন শাখা আজ মুম্বাই থেকেই, বিশেষ সুত্র মাধ্যমে ৩ জন শার্প শুটার কে গ্রেফতার করেছে যারা 
এই হুমকির সাথে বা লরেন্স বিষ্ণোই গ্যাঙ্গের সাথে জড়িত। অন্যদিকে মুসে ওয়ালার মৃত্যুর বদলা নেবার জন্য উত্তর-
প্রদেশের কম করে ৮ টি গ্যাং বদলা নেবার কথা ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ঘোষণা করেছে যার মধ্যে লরেন্স 
বিষ্ণোই গ্যাং অন্যতম। লরেন্স ইতিমধ্যেই অনান্য অপরাধিক মামলায় তিহার জেলে বন্দি আছে এবং জেলের ভিতর 
থেকেই সে তার অপরাধিক কাজ পরিচালনা করে। 



লরেন্স বিষ্ণোই পাঞ্জাব পুলিশ কে স্বীকারোক্তি দিয়েছে মুসেওয়ালা খুনের জন্য তার দল দায়ী এছারাও এর পিছনে আন্তর্জাতিক আরও একজনের হাত আছে। মুসেওয়ালা খুনের তদন্তের সুবিধার জন্য লরেন্স বিষ্ণোই কে পাঞ্জাব পুলিশ ১০ দিনের পুলিশ হিফাজতে নিয়েছে।  লরেন্স বিষ্ণোই কে মুম্বাই পুলিস কখনই হালকা ভাবে নিচ্ছে না কারন ১৯৯৮ এ কৃষ্ণসার হরিণ হত্যার পড় থেকেই লরেন্স বিষ্ণোই  সালমান খান কে হত্যা করার হুমকি দিয়ে আসছেন। এবারও লরেন্স বিষ্ণোই হুমকি দিয়েছেন বলেই মুম্বাই পুলিশ ও পাঞ্জাব পুলিশের ধারনা।