পশ্চিমবঙ্গ রাজ্য নৃত্য নাটক সঙ্গীত ও দৃশ্যকলা আকাদেমি এবং থিয়েলাইট এর সহযোগিতায় অনীক আয়োজিত চারদিন ব্যাপী ২৫ তম “গঙ্গা যমুনা” নাট্য উৎসবের শুভ সূচনা হলো আজ | এটি চলবে আগামী ১৩ই নভেম্বর পৰ্যন্ত প্রতিদিন বিকাল ৫টা থেকে, জোড়াসাঁকো ঠাকুর বাড়ি | এই উৎসবের শুভ উদ্বোধন করেন ড. পবিত্র সরকার এবং উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য নৃত্য নাটক সঙ্গীত ও দৃশ্যকলা আকাদেমির সচিব ড. হৈমন্তী চট্টোপাধ্যায় এবং অনীক এর সম্পাদক অরূপ রায় | এবারের এই নাট্য উৎসবে মোট ১১ টি নাটক মঞ্চস্থ হবে এবং ১০টি প্রযোজনা সংস্থা অংশগ্রহণ করছেন |
উৎসবের সূচনা হয় শ্যামবাজার অন্যদেশের প্রযোজনা – “রক্ত করবী”এবং মেঘে মুলুকের নিবেদন “তোতা কাহিনী” দিয়ে | দ্বিতীয় দিনের প্রথমাধ্যে থাকছে শেখর সমাদ্দার ও দিতিপ্রিয়া সরকারের নাটক পাঠ “ঘরে বাইরে” তারপর থাকছে থিয়েটার রেপাটয়্যার প্রযোজনায় “যখন অন্ধ প্রকৃতি চণ্ডালিকা” এবং শেষে থাকছে থিয়েলাইট এর নিবেদন “অ-মৃতার সন্ধানে” |
তৃতীয় দিনে থাকছে থিয়েটার সাইন প্রযোজনার “পোস্ট মাস্টার”, ডলস থিয়েটার পরিবেশন করবেন একটি পুতুল নাটক “আগুনের পরশমনি” এবং শেষে থাকছে অন্তমুখ এর নিবেদন “জুতা আবিষ্কার” |
শেষ দিন অর্থাৎ ১৩ই নভেম্বর থাকছে উহিনীর প্রযোজনায় “বেজে ওঠে পঞ্চমে স্বর” তারপরে থাকছে যাদবপুর মন্থন এর নিবেদন “বলাই” এবং নাট্যপ্রহরী, হরিপাল এর প্রযোজনায় “শেষ শিক্ষা” নাটক টি দিয়ে এই উৎসবের শুভ সমাপ্তি