এবারের পুজো সত্যিই নস্টালজিক। প্যাস্টেল এন্টারটেনমেন্টের হাত ধরে ফিরছে লং প্লেয়িং রেকর্ডের স্মৃতি। মনে পড়ে এপিঠ-ওপিঠের গল্প? সেই যে দু পিঠে থাকত দুটো গান। পুজোর মুখে এবার সেই এপিঠ-ওপিঠের পুরনো ঠিকানাই ফিরিয়ে আনছে প্যাস্টেল এন্টারটেনমেন্ট। এক এক পিঠে একটি করে গান। শুরুতে থাকছে শিল্পী দোলা ব্যানার্জির রবীন্দ্রসঙ্গীত। প্রথম পিঠের গান, ‘মধুর ধ্বনি বাজে’ রিলিজ হল ২২ সেপ্টেম্বর, বৃহস্পতিবার। আরেক পিঠের গান ‘আনন্দ ধারা বহিছে ভুবনে’ মুক্তি পাচ্ছে আগামী ২৫ সেপ্টেম্বর, মহালয়ার দিন।
দুটি গানেরই সঙ্গীত আয়োজনে রয়েছেন বরুণ, শুভ্র, সন্দীপ। নৃত্যে পায়েল সরকার। গানদুটি রেকর্ডিং করা হয়েছে প্রসাদ স্টুডিওতে, মিক্সিং হয়েছে মহুল স্টুডিওতে। দুটি গানই মুক্তি পাচ্ছে প্যাস্টেল এন্টারটেনমেন্টের ইউটিউব চ্যানেলে।
‘মধুর ধ্বনি বাজে’র মুক্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি ও পরিষদীয় দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় , পাঁশকুড়া পৌরসভার চেয়ারম্যান নন্দন স্যার সঙ্গে ছিলেন আবৃত্তি শিল্পী শাওলি মজুমদার যিনি প্যাস্টেল এন্টারটেইনমেন্টের কর্ণধারও বটে। মায়ের আগমনীতে এরকম একটি সন্ধ্যা আগাম পুজোর শুভেচ্ছা বার্তা নিয়ে এলো ।