Home » একুশে জুলাই শহিদ স্মরণে | LIVE

একুশে জুলাই শহিদ স্মরণে | LIVE

পশ্চিমবঙ্গে বাম সরকারের আমলে নির্বাচন ব্যবস্থা ছিল কারচুপিতে ভরপুর। ২১ জুলাই ১৯৯৩, এই অগণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সচিত্র ভোটার কার্ডের দাবিতে মহাকরণ অভিযানের ডাক দেন যুবনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহাকরণ পৌঁছনোর আগেই পুলিশের বাধার সম্মুখীন হয় মিছিল, কলকাতার মেয়ো রোড ও রেড রোড চত্বরে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়। নিরস্ত্র প্রতিবাদীদের হঠাতে গুলি চালায় বাম শাসকের পুলিশ বাহিনী, প্রাণ হারান ১৩ জন নিরপরাধ মানুষ, আহত হন ২০০-র বেশি। শহিদের রক্তের মর্যাদাহানি তৃণমূল কংগ্রেস কোনোদিনও বরদাস্ত করেনি, তাই প্রতি বছর নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে এই দিনটি শহিদ দিবস হিসেবে পালন করা হয়।

SOURCE : All India Trinamool Congress FACEBOOK PAGE

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Click to Go Up
error: Content is protected !!