দ্যা ইন্ডিয়ন ক্রনিকেলসের উদ্যোগে শুরু হল আগমনী শুট। এই প্রথম এই ধরনের উদ্যোগ বলেই জানালেন এই পত্রিকার অন্যতম কর্মী কুশল নাগ। সমগ্র শুটের শিল্প নির্দেশনায় রয়েছেন ক্যামেলিয়া রায় ভট্টাচার্য্য।
কলকাতার নবাগত পুরুষ ও মহিলা মডেল ও মেকাপ আর্টিষ্ট দের নিয়েই হচ্ছে এই শুট। এদের সকলের ছবি ও কৃতিত্ত্ব প্রচার করা হবে কলকাতার বিখ্যাত পুজো মন্ডপ গুলিতে।
দ্যা ইন্ডিয়ন ক্রনিকেলসের উদ্যোগে শুরু হয়েছে এবার শ্রেষ্ঠ ঢাক সম্মান পুরস্কার যাতে ইতিমধ্যেই কলকাতার ৩০০-র বেশি পুজো কমিটি তাদের নাম নথিভুক্ত করেছেন।
কুশল জানান, কলকাতার নতুন মডেল, মেকাপ আর্টিষ্ট ও ফটোগ্রাফার দের উৎসাহ দিতেই এই উদ্যোগ। যাতে ভবিষ্যতে বিনোদন বা বিজ্ঞাপন জগতে তাদের কাজ পেতে অসুবিধা না হয়।
এদিন উপস্থিত ছিলেন নবাগত তিতলী চট্টোপাধ্যায় ও সুমনা দে আর সাথে মেকাপ আর্টিষ্ট ছিলেন শ্রীপর্না চট্টোপাধ্যায়।
এই শুট এখনো চলবে বলেই জানিয়েছেন শিল্প নির্দেশক ক্যামেলিয়া রায় ভট্টাচার্য। তাই যারা এই অনুষ্ঠানে শুট করতে ইচ্ছুক তারা যোগাযোগ করতে পারেন কুশল নাগের সাথ ৭৯৮০৪২১৫৬৪ এই নম্বরে।
শুধু আগমনী শুট বা শ্রেষ্ঠ ঢাক সম্মান দিয়েই শেষ নয় । আগামী ২৫শে সেপ্টেম্বর , ২০২২ মহালয়ার দিন সন্ধ্যায় থাকছে একটি আগমনী অনুষ্ঠান যা সরাসরি সম্প্রচার করা হবে ।