Home » Pilkunj: এবার কলকাতায় বাঘের ডেরা! সিরিজের প্রিমিয়ারে তারার ছটায় মন মাতালো পিলকুঞ্জ…

Pilkunj: এবার কলকাতায় বাঘের ডেরা! সিরিজের প্রিমিয়ারে তারার ছটায় মন মাতালো পিলকুঞ্জ…

কলকাতাঃ ওটিটি-তে মুক্তি পেল ক্লিকের (Klikk) নয়া ওয়েব সিরিজ ‘পিল্কুঞ্জ’ (Pilkunj)। বৃহস্পতিবার ছিল তার প্রিমিয়ার। তারার ছটায় গমগম করছিল অনুষ্ঠান। অর্ণব রিঙ্গো বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় ওটিটি-র পর্দায় এই প্রথম জুটি বাঁধছেন শন-তৃণা (Trina-Sean)।

২০১৭ সালের উত্তরপ্রদেশের পিলভিট অভয়ারণ্যের প্রেক্ষাপটে সাজানো এই সিরিজের গল্প। যে ঘটনা নাড়া দিয়েছিল গোটা দেশকে। সেই সত্য ঘটনার আঁধারেই তৈরি ওয়েব সিরিজ ‘পিল্কুঞ্জ’।

উত্তর প্রদেশের এক ব্র্যাঘ্র সংরক্ষণ এলাকার পাশের একটি গ্রামকেই ঘিরেই তৈরি হয়েছে এই গল্পের পটভূমি। যে গ্রামে হামেশাই হানা দিত এক নরখাদক বাঘ। অচিরেই প্রাণ যেত গ্রামবাসীদের।

তবে এর মাঝেই লুকিয়ে এক ভয়ঙ্কর এক রহস্য। যার পদে পদে রয়েছে মৃত্যুর হাতছানি!

জঙ্গলের সেই রহস্যভেদ করতেই ছদ্মবেশে গ্রামে পৌঁছন সাংবাদিক সিদ্ধার্থ ওরফে শন। এই সত্য অনুসন্ধান করতেই তাঁর সঙ্গী হন গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক বিদিতা অর্থাৎ তৃণা।

গ্রাম ও জঙ্গলে গিয়ে সিদ্ধার্থর সন্দেহই ঠিক বলে প্রমাণিত হলেও দুষ্কৃতীদের ফাঁদে পড়েন সিদ্ধার্থ।

তবে শেষ পর্যন্ত কী দুষ্কৃতীদের জাল কেটে বেরিয়ে সিদ্ধার্থ-বিদিতা? সেই উত্তর জানতেই দেখতে হবে ‘পিল্কুঞ্জ’।

সিরিজের বিভিন্ন ভূমিকায় অভিনয় করবেন শঙ্কর দেবনাথ, জয়ী দেবরায়, দেবতনু, বৃষ্টি রায়, সোহম গুহ পত্তাদার, প্রতীক রায়, সৌরভ সাহা, পালওয়াল চক্রবর্তী, গৌতম মৃধা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Click to Go Up
error: Content is protected !!