Home » সিগারেট হাতে নিয়ে, কুরুচিপূর্ণ ভাবে জাতীয় সংগীত গেয়ে ভাইরাল দুই কিশোরীর বিরুদ্ধে শুরু হল আইনি পদক্ষেপ।

সিগারেট হাতে নিয়ে, কুরুচিপূর্ণ ভাবে জাতীয় সংগীত গেয়ে ভাইরাল দুই কিশোরীর বিরুদ্ধে শুরু হল আইনি পদক্ষেপ।

দিন বদল হয়েছে, বর্তমান আধুনিকতার যুগে “শিক্ষা” আজ প্রশ্ন চিহ্নের মুখে। শুধুমাত্র নামীদামি স্কুল কলেজে পড়লেই যে শিক্ষিত হওয়া যায় তা কিন্তু একেবারেই নয়। ঠিক এরকম টাই আবারও দেখা গেল সামাজিক মাধ‍্যমে ভাইরাল হওয়া দুই কিশোরীকে। শুধুমাত্র সস্তায় বিখ‍্যাত হবার লোভে সামাজিক মাধ‍্যমে রিলস বানিয়ে শেয়ার করেন।  দুজনেই হাতে জলন্ত সিগারেট নিয়ে, বেসুরো এবং তামাশা করতে করতে গাইলেন দেশের জাতীয় সংগীত যা ভাইরাল হতেই নেটিজেনদের নজরে আসে এবং স্বাভাবিক ভাবেই তাদের ওপরে জমা হয় ক্ষোভ। জানা যাচ্ছে দুই ছাত্রী দমদম এলাকার বাসিন্দা।

ভাইরাল হওয়া ওই ভিডিও টির বিরুদ্ধে লালবাজার সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করেন হাইকোর্টের আইনজীবী আত্রেয়ী হালদার। অভিযোগ পাবার পরেই নড়েচড়ে বসে কলকাতা পুলিশ ও ডি সি সাইবার ক্রাইম অতুল ভি।  শুরুহয় তদন্ত। অন‍্যদিকে জাতীয় সংগীত ও রবীন্দ্রনাথের অমর সৃষ্টি কে অপমানের দায়ে নেটিজেনরাও সামাজিক মাধ‍্যমে দুই কিশোরীর শাস্তি দাবি করতে থাকেন। ছাত্রী দুটি পরবর্তীকালে বিপাকে পড়ে তারা ভিডিও টি মুছে দিয়ে সামাজিক মাধ‍্যমে জানায় বন্ধুদের সাথে বাজি ধরাছিল সাহসী কিছু করতে হবে আর সেই কারনেই মজার ছলে এই ভিডিও করা। কিন্তু তা যে এত বড় কান্ড হয়ে যাবে তা তারা আন্দাজ করতে পারেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Click to Go Up
error: Content is protected !!