Home » Chandrayaan 3: বিক্রমের চোখে ধরা দিল চাঁদ, দেখে নিন ছবি

Chandrayaan 3: বিক্রমের চোখে ধরা দিল চাঁদ, দেখে নিন ছবি

Chandrayaan 3

বিচ্ছেদের পরেই নাকি ল্যান্ডার বিক্রমের ক্যমেরায় ধরা পরেছিল চাঁদের ছবি। ইসরোর টুইটে এবার সামনে এল সেই তথ্যই। সদ্য পোস্ট করা সেই ভিডিওতে দেখা যাচ্ছে, চন্দ্রপৃষ্ঠের মাটির নানা অংশ। পৃথিবী থেকে যা এতটাই দূরে যে খুব সামান্য অংশই ধরা পরেছে ল্যান্ডারের (Lander Vikram) ক্যামেরায়। ফ্রেমের বেশির ভাগ অংশ জুরেই রয়েছে চাঁদ ও চন্দ্রপৃষ্ঠে ছড়িয়ে থাকা নানা নামকরা গহ্বর।
প্রথমেই ল্যান্ডারে ধরা পরেছে লুনার ইমপ্যাক্ট ক্রেটার ‘ফ্যাবরি’। একে একে দেখা গেছে, ‘জর্ডানো ব্রুনো’, ‘হার্খেবি জে’ ইত্যাদি নামকরা চন্দ্র গহ্বর। বিশাল চন্দ্রপৃষ্ট থেকে পৃথিবীকে দেখাচ্ছে ক্ষুদ্র বিন্দুর মত। আর তাতেই বেজায় খুশি বিজ্ঞানী মহল। কারণ, এই অভিযানে চাঁদের ঠিক যতটা কাছে পৌঁছনোর কথা ছিল, ঠিক ততটাই কাছে পৌঁছে গিয়েছে ল্যান্ডার ‘বিক্রম’। এখন শুধু ২৩শে অগস্টের অপেক্ষা। ধীরে ধীরে সেই মাহেন্দ্রক্ষণের দিকেই এগিয়ে চলেছে চন্দ্রযান-৩। তার আগে ল্যান্ডার ইমেজার (L-1)-এ ধরা পড়ল চন্দ্রপৃষ্ঠের এই ছবি।

Click to Go Up
error: Content is protected !!
প্রসঙ্গত, এদিন দুটি ভিডিও পোস্ট হয় ইসরোর টুইটারে। প্রথমটি ১৫ আগস্টের। এই ছবিতেই চন্দ্রপৃষ্ঠের অন্ধকারদিকটি উঠে এসেছে। এই দিকেই অবতরণের লক্ষ্য রয়েছে চন্দ্রযান-৩-এর। দ্বিতীয় ভিডিওটি ১৭ আগস্টের। । সদ্য প্রোপালশান মডিউল থেকে আলাদা হওয়ার পরই ল্যান্ডার বিক্রমের ক্যামেরায় যে ভাবে চাঁদের ছবি ধরা পড়ে, বস্তুত তারই ভিডিও এটি। চাঁদের 'ফার সাইড'-এ যে 'লুনার ইমপ্যাক্ট ক্রেটার'র ছবিই উঠে এসেছে এই ভিডিওটিতে।
ইসরোর 'চন্দ্রযান-৩' (Chandrayaan 3) অভিযানের দিকেই নজর রয়েছে গোটা বিশ্বের বিজ্ঞানী মহলের। এই পর্যন্ত যে ভাবে ধাপে ধাপে অভিযান এগিয়েছে, তাতে বেশ খুশি ভারতের মহাকাশ বিজ্ঞানীরা। গত কালই চাঁদের Moon কক্ষপথে প্রদক্ষিণ করা শেষ করে সফলভাবে চন্দ্রযান-৩ এর প্রোপালশন মডিউল থেকে আলাদা হয়েছে ল্যান্ডার 'বিক্রম'। ইতিপূর্বে, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ISRO) মারফত জানান হয়েছিল, ১৭ অগাস্ট ভারতীয় সময় ১টা থেকে ১.৩০টার মধ্যে এই বিছিন্ন হওয়ার প্রক্রিয়াটি সম্পন্ন হবে। চন্দ্রকক্ষে ম্যানুয়েভর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর শুরু হবে প্রপালশন বিচ্ছেদ। গোটা পর্ব কার্যত নির্বিঘ্নে সম্পন্ন হওয়ায় খানিক স্বস্তিতে বিজ্ঞানীরা।

Post Views: 308

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *