Home » Jadavpur University: ছাত্রমৃত্যুতে আরও নতুন নাম, যোগাযোগ প্রক্রিয়া শুরু পুলিশ আধিকারিকদের

Jadavpur University: ছাত্রমৃত্যুতে আরও নতুন নাম, যোগাযোগ প্রক্রিয়া শুরু পুলিশ আধিকারিকদের

Jadavpir University Student Death

কলকাতাঃ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (JU Student Death) প্রথমবর্ষের ছাত্রের রহস্য মৃত্যুর ঘটনায় জেরা করে উঠে এল আরও কিছু নাম। ধৃতদের জেড়া করে ওইদিন ঘটনাস্থলে উপস্থিত আরও কয়েকজনের কথা জানতে পেরেছে পুলিশ। ইতিমধ্যেই শুরু হয়েছে তাদের সঙ্গে যোগাযোগের প্রক্রিয়া। তাদেরও বয়ান নিতে চায় পুলিশ।
প্রসঙ্গত, আজ সোমবার থেকেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দায়িত্বভার নিতে চলেছেন নতুন অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউ। গতকাল বিশ্ববিদ্যালয় ছুটি হওয়া সত্বেও পরিদর্শন করেন তিনি। সংবাদমাধ্যমকে তিনি সাফ জানান পড়ুয়া মৃত্যুর ঘটনায় যে গাফিলতি ছিল, বিশ্ববিদ্যালয় (Jadavpur University) কর্তৃপক্ষ দায় এড়াতে পারে না। যদিও সঙ্কটকালীন পরিস্থিতিতে তাঁর নিয়োগ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

Jadavpur University case

রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য নিয়োগের ক্ষেত্রে রাজ্যপাল একক ভাবে সিদ্ধান্ত নিচ্ছেন, এই নিয়ে সুপ্রিম কোর্টের দারস্ত হয়েছে রাজ্য। রাজ্য করকারের অভিযোগ, ইউজিসির নিয়ম অনুযায়ী, শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করে উপাচার্য নিয়োগে পদক্ষেপ করবেন রাজ্যপাল। কিন্তু রাজ্যপাল সি ভি আনন্দ বোস সে নিয়ম মানছেন না। যদিও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান রবিবার কল কলকাতায় বলেন। ‘রাজ্যপাল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করে আচার্য হিসেবে ঠিক কাজই করছেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Click to Go Up
error: Content is protected !!