Home » South Kolkata Shopping Destination: সাধ্যের মধ্যে সাধ মেটাতে ঢুঁ মারুন দক্ষিন কলকাতার এই শপিং ডেস্টিনেশনগুলিতে

South Kolkata Shopping Destination: সাধ্যের মধ্যে সাধ মেটাতে ঢুঁ মারুন দক্ষিন কলকাতার এই শপিং ডেস্টিনেশনগুলিতে

ঢাকে কাঠি পরতে আর মেরেকেটে চল্লিশটা দিন। তারপরই আসছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো। পাড়ায় পাড়ায় খুঁটি পুজো শেষ। মন্ডপগুলিতে শেষবেলার আগের যাবতীয় প্রস্তুতি তুঙ্গে। একই সঙ্গে তাল মিলিয়ে তুঙ্গে বাঙালিদের পুজোর শপিং আর পুজো প্ল্যানিং। পুজোর দিন চল্লিশ আগের এই সময়টাই শপিং-এর মোক্ষম সময়। কিন্তু কাজের চাপে মলে বা বড় দোকানে ঢুঁ মারার সময় করে উঠতে পারছেন না? সমস্যা নেই! আজ জানাব পুজোর শপিং-এর জন্য সাউথ কলকাতার কিছু নামজাদা শপিং ডেস্টিনেশন।

দক্ষিণাপণ (Dakshinapon)- আপনি যদি এথনিক, বোহেমিয়ান ভক্ত হন তবে চোখ বুজে চলে যান ঢাকুরিয়ার দক্ষিণাপণ। এক ছাদের তলায় মিলবে ভারতের বিভিন্ন রাজ্যের হাতের কাজ থেকে বুটিকের কালেকশন। আপনার বাজেট ৩০০ হোক বা তিন হাজার, জামা মিলবে সবরকম দামেই।

বাঘাযতীন এবং ৮বি (Baghajatin-8b)-বাঘাযতীন ও যাদবপুর ৮বির দোকানগুলিও এবার পুজো কালেকশন নিয়ে রেডি। অফিস ফেরতি এই রাস্তাগুলিতে ঢুঁ মারলেই চোখ আটকাবে হাজারো কালেকশনে।

গড়িয়া হাট (Garia Hat)- সস্তায় পুষ্টিকর। আপনি যদি টেকসই পোশাক পছন্দ করেন, এবং একই সঙ্গে হরেক ডিজাইন অল্প দামে চান, তাহলে এই ডেস্টিনেশন আপনার জন্য। কলকাতার অন্যতম জনপ্রিয় শপিং ডেস্টিনেশন। যেখানে সাধ্যের মধ্যেই সাধ মেটাবে আপনার। । শাড়ি, ব্লাউজ, গয়না থেকে জামা জুতো, লিপস্টিক, ঘর সাজানোর জিনিস৷ কী নেই সেখানে!আর সবের দামই আয়ত্তে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Click to Go Up
error: Content is protected !!