Home » Knowledge Story: ভোর চারটে বাজতেই নাকি সেথায় ঝকঝকে দিন! ভারতের এই গ্রামের ৩৫জনই সাক্ষী থাকেন ‘প্রথম সকাল’-এর

Knowledge Story: ভোর চারটে বাজতেই নাকি সেথায় ঝকঝকে দিন! ভারতের এই গ্রামের ৩৫জনই সাক্ষী থাকেন ‘প্রথম সকাল’-এর

কথায় আছে, মর্নিং শোজ দ্য ডে। অর্থাৎ, দিনের শুরুটাই বলে দেয় গোটা দিনটা কেমন কাটবে। সকালটা আসলে ছোট্ট ছেলের মত। ছোট ছেলে যেমন সবার কাছে স্নিগ্ধ, সরল, আদুরে। সকালগুলোও তেমনই সবার কাছে বড় শান্তির। আসলে, নতুন সকাল মানেই নতুন শুরু। তবে জানেন কী ভারতের কোন অঞ্চলের মানুষ ‘প্রথম সকাল’ পান?
ভারতে সূর্যোদয় প্রথম দেখা যায় অরুণাচল প্রদেশে। অরুণাচল প্রদেশের আনজাও জেলার একটি ছোট গ্রাম ডং। এই ডং গ্রামের মাত্র ৩৫ জন বাসিন্দা প্রতিদিন সাক্ষী থাকেন ভারতের ‘প্রথম সকাল’-এর। এই গ্রামটিতেই প্রথম সূর্যের আলো এসে পড়ে। এবং তা ধীরে-ধীরে ছড়িয়ে পড়ে অন্যত্র।

ভারতের পূর্বতম এই গ্রামটি একটি পর্যটনকেন্দ্রও বটে। পর্যটকদের প্রায় ৮ কিলোমিটার ট্রেক করে পৌছতে হয় পাহাড়ের পিছনে থাকা এই গ্রামটিকে দেখার জন্য। দেশের অন্যান্য জায়গার থেকে এক ঘণ্টা আগে এই ডং গ্রামে সূর্য ওঠে।
শীতকালে এখানে সূর্যোদয় হয় ৫.৫৪-য়। দিনের আলো প্রায় ১২ ঘণ্টা স্থায়ী হয় এই ডং গ্রামে। দেশের অন্যান্য অঞ্চলের মানুষ যখন বিকেল ৪টায় চা বানান, তখন এই গ্রামে রাত। মানুষ রাতের খাবার রান্না আর ঘুমের প্রস্তুতিতে ব্যস্ত থাকে।

১২৪০ মিটার উচ্চতায় অবস্থিত এই গ্রাম প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। লোহিত এবং সতী নদীর সঙ্গমস্থলে অবস্থিত এই গ্রাম। এই গ্রামে চিন ও মায়ানমারের সঙ্গে ভারতের সীমান্ত মিলিত হয়েছে। তথ্য সূত্র অনুযায়ী, এই গ্রামের জনসংখ্যা নাকি মাত্র ৩৫জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Click to Go Up
error: Content is protected !!