ভিক্টর ব‍্যানার্জী, বাংলার এই অন‍্যতম প্রবাদ প্রতিম অভিনেতা সম্পর্কে বর্তমান বাঙালি ঠিক কতোটা যানে তানিয়ে আছে সংশয়। প্রচার বিমুখ এই বাঙালি অভিনেতা এক সাথে যেমন কাজ করেছেন ইংরেজি, হিন্দি, বাংলা ও অসমিয়া ভাষায়। কাজ করেছেন বিশ্ব চলচ্চিত্রের গগনসম পরিচালকদের সাথে যেমন রোমান পোলানস্কি, জেমস আইভরি, স‍্যার ডেভিড লিন, জেরি লন্ডন, রোলান্ড নিয়েম, সত‍্যজিত রায়, শ‍্যাম বেনেগাল ও মৃনাল সেনের সাথে। কাজ করেছেন রাম গোপাল ভার্মার পরিচালনাতেও।

মিডিয়ায় কোলাহল থেকে নিজেকে বহুদিন নিজেকে উত্তর বঙ্গের পাহাড়ি নির্জনতায় নিজেকে লুকিয়ে রাখতেই পছন্দ করেন এই বরেন‍্য অভিনেতা। সাম্প্রতিক কালের কিছু বাংলা কমার্শিয়াল ছবিতে অভিনয়ের পর নিজেকে রেখেছিলেন প্রায় পাহাড়ের আড়ালেই। কিন্তু আজ এই হলিউড বলিউড ও টলিউড কাঁপানো অভিনেতা কে দেখা গেল বাংলা সিনেমার সুপারহিট পরিচালক দ্বয়ের সাথে। আজ কিছুক্ষন আগেই, “ইচ্ছে”, “বেলাশেষে” “প্রাক্তন” “হামি” ইত‍্যাদি খ‍্যাত  নন্দিতা-শিবপ্রসাদের সাথে নিজস্বী ছবিতে ধরা দিলেন ভিক্টর ব‍্যানার্জী। শিবপ্রসাদ নিজেই তার সামাজিক মাধ‍্যমে সে ছবি শেয়ার করে বলেছেন – নতুন সিনেমা। নতুন আনন্দ।

অর্থাৎ খুব সহজেই বোঝা যাচ্ছে নন্দিতা- শিবপ্রসাদের আগামী নতুন সিনেমায় অভিনয় করতে দেখা যাবে পদ্মভূষন ওবিএফজেএ জীবনকৃতি সম্মানে সম্মানিত এই মহীরুহ অভিনেতা কে।

নন্দিতা-শিবপ্রসাদের পরিচালনায় যে সব ছবি আমরা দেখেছি তার প্রতিটাই বাঙালি জীবনের সাথে ভীষন রকমের অঙ্গাঙ্গিক ভাবে প্রাসঙ্গিক যা প্রতিটা বাঙালির মন ছুয়ে যায়। তাই বাঙালি সিনেমাপ্রেমীরা মুখিয়ে থাকেন উইনডোজের দিকে। একদা এই উইন্ডোজ প্রোডাকশন বা নন্দিতা-শিবপ্রসাদের প্রতিটি গল্পে আমরা পেয়েছিলাম বাংলার অন‍্যতম মহীরুহ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় কে। কিন্তু সৌমিত্র চট্টোপাধ্যায় আজ আর অমাদের মধ‍্যে নেই। সেই অভাবই কি পুরন করতে পাহাড়ি আড়াল থেকে ভিক্টর ব‍্যানার্জী কে বের করে আনলেন নন্দিতা-শিবপ্রসাদ?

বাংলা চলচ্চিত্র প্রেমীরা দেখতে চলেছেন আর এক নতুন অধ‍্যায় যেখানে বার বার প্রশ্ন উঠবে সৌমিত্র নাকি ভিক্টর? অবশ্যই তার সাথে উপভোগ করবেন নন্দিতা-শিবপ্রসাদের নতুন ছবি ও তার নতুন বিষয়ের গল্প যা ফুটে উঠবে রুপোলী পর্দায়।