Advertise your brand here -Contact 7603043747 (Call & Whatsapp)

”জগৎ জুড়ে রবির সুরে” – জগৎ মুখার্জী পার্ক দুর্গোৎসব কমিটি আয়োজিত এক সাংস্কৃতিক সন্ধ‍্যা।

Table of Contents

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share Our Blog :

Facebook
WhatsApp

জগৎ মুখার্জ্জী পার্কের দুর্গা পুজোর ইতিহাস ইতিমধ্যেই বহুশ্রুত। নতুন করে কিছু বললে তা শুধুই পুনরুক্তি হবে। আমি বরং দুর্গা পুজোর সাথে সাথে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের যে পরম্পরা সে বিষয় দু-চার কথা আপনাদের সাথে ভাগ করে নিই।

১৯৩৬ সালে যখন এ পুজোর সূচনা হয় রাজবল্লভ পাড়ায় চন্ডীদার গ্যারেজে, তখন থেকেই এই একটু ভিন্ন আঙ্গিকে এই সাংস্কৃতিক অনুষ্ঠানেরও সূচনা। আমাদের তখন জন্ম হয় নি, আর সে সময় পুজোর সাথে যুক্ত কেউ আজ আর নেই। শুনেছি অষ্টমীর দিন লাঠি খেলা হত। আর নবমীর সারারাত যাত্রা আর পালা গানের আসর বসত আজকের মদন মোহন রাস মঞ্চের সামনে। শোনা যায় তেমনি এক সন্ধ্যায় যাত্রা পালায় অভিনয় করেছিলেন ছবি বিশ্বাস। এখানেই ৬০ এর দশকে উৎপল দত্ত মঞ্চস্থ করেন “অলীকবাবু” নাটক।

আরও পরে বাদল সরকার ও এই মাঠে পথ নাটিকায় অভিনয় করে গেছেন। ৫০ এর দশকে শেষ দিকে অশোক গুপ্ত’র ঠাকুর তৈরি এ পুজোকে এক ভিন্নতর উচ্চাতায় পৌঁছে দিয়েছিল। একই সাথে রবীন্দ্রসঙ্গীতের এই অনুষ্ঠান। অশোকদার অনুপ্রেরণাতেই পুজোর চারদিন ধরে বাংলা আধুনিক বা সিনেমার গানের পরিবর্তে বাজানো হত শুধুমাত্র রবীন্দ্র সঙ্গীত। আর পুজোর পর রবীন্দ্র সঙ্গীতের অনুষ্ঠান। কলকাতা শহরে খোলা মাঠে মঞ্চ তৈরি করে এরকম রবীন্দ্র সঙ্গীতের অনুষ্ঠান সম্ভবত এটাই একমাত্র। আর কৌলিন্যের কথা যদি বলা যায় তাহলে রবীন্দ্র সঙ্গীতের এমন কোন সঙ্গীত শিল্পী বা বাচিক শিল্পী নেই যিনি এই মাঠে গান গেয়ে বা আবৃত্তি করে যান নি। দেবব্রত বিশ্বাস, হেমন্ত মুখোপাধ্যায়, সুচিত্রা মিত্র, কণিকা বন্দ্যোপাধ্যায়, অশোকতরু বন্দ্যোপাধ্যায়, সুমিত্রা সেন, শান্তিদেব ঘোষ সকলেই কোন কোন সময় এখানে সঙ্গীত পরিবেশন করে গেছেন। এখানে পুরনো যাঁরা আছেন, দর্শকাসনে তাঁদের অনেকেই নিশ্চয়ই জানেন এসব। আরও পরবর্তী সময়ে সৌমিত্র চট্টোপাধ্যায়, প্রদীপ ঘোষ, পার্থ ঘোষ, গৌরি ঘোষ, ব্রততী বন্দ্যোপাধ্যায় এখানেই আবৃত্তি করে গেছেন। এই প্রজন্মের শিল্পী দের মধ্যেও লোপামুদ্রা মিত্র এবারেও আছেন। তাছাড়া শ্রীকান্ত আচার্য, স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, রেজওয়ানা বন্যা চৌধুরী, জয়তি চক্রবর্তী, শ্রাবণী সেন, ইন্দ্রানী সেন এঁরাও এখানে সঙ্গীত পরিবেশন করে গেছেন।

কৌলিন্য এবং এই ধরণের অনুষ্ঠানের উপযোগী পরিবেশের নিরিখে জগৎ মুখার্জ্জী পার্ক আজও অনন্য।

সেই চেরাচরিত ধারা বজায় রেখেই, ১নং ওয়ার্ড সাধারণ দুর্গোৎসব ও প্রদর্শনী জগৎ মুখার্জী পার্ক এর আয়োজন এক রবীন্দ্র সন্ধ‍্যার “জগৎ জুড়ে রবির সুরে” যা সাড়ম্বরে অনুষ্ঠিত হয়েগেল গতকাল সন্ধ্যায়। রবীন্দ্র সঙ্গীত পরিবেশনায় উপস্থিত ছিলেন বর্তমান প্রজন্মের বিখ্যাত সঙ্গীত শিল্পীরা, যেমন মনোজ মুরলী নায়ার, লোপামুদ্রা মিত্র, সঙ্গীত পরিচালক – জয় সরকার সাথে অভিনেতা ও গায়ক সাহেব চ‍্যাটার্জী। সমবেত গান পরিবেশনে ছিল – অরুপরতন। আর সমগ্র অনুষ্ঠানটি সৌমিত্র করের পরিচালনায় হয়ে উঠেছিল ভীষন রকম মনোগ্রাহী।

নগর ও স্থানীয় নাগরিকরা আগামী দিনেও, এই ঐতিহ্যের ধারাবাহিকতায় আশাবাদী।

More Related Articles

বিনোদন জগত

hoichoi প্রকাশ করল তার বহু প্রতীক্ষিত শো “বিশোহরী”-এর ট্রেলার

কলকাতা, ৭ই ফেব্রুয়ারি – বাংলা ওটিটি প্ল্যাটফর্ম hoichoi আনুষ্ঠানিকভাবে প্রকাশ করল তার বহু প্রতীক্ষিত থ্রিলার সিরিজ বিশোহরী-এর ট্রেলার। পৌরাণিক কাহিনি, রহস্য এবং একটি শতাব্দীপ্রাচীন অভিশাপের আবরণে মোড়া এই গল্প দর্শকদের ভয় ও উত্তেজনার এক নতুন অভিজ্ঞতা দেবে।

Read More »
Life Style

জানেন কি ? “রোজ ডে” কবে থেকে আর কেন উদযাপন হয় ?

ফেব্রুয়ারির ভালোবাসার সপ্তাহের প্রথম দিন রোজ ডে, যা ৭ ফেব্রুয়ারি পালিত হয়। প্রেমের সপ্তাহের সূচনা হয় এই বিশেষ দিন দিয়ে, যেখানে প্রেমিক-প্রেমিকারা একে অপরকে গোলাপ দিয়ে ভালোবাসার অনুভূতি প্রকাশ করে। কিন্তু এই রোজ ডে কবে থেকে শুরু হলো, আর কেনই বা এটি এত জনপ্রিয়? চলুন জেনে নেওয়া যাক।

Read More »
Featured News

সাইবার ক্রাইমের “আঁতুড় ঘর” হয়ে উঠছে কলকাতা—কতটা নিরাপদ সাধারণ মানুষ ?

কলকাতায় বাড়ছে সাইবার অপরাধ
একসময় কলকাতা পরিচিত ছিল “সিটি অব জয়” হিসেবে, কিন্তু ধীরে ধীরে এই শহর সাইবার অপরাধের অন্যতম কেন্দ্রস্থল হয়ে উঠছে। ব্যাংক জালিয়াতি, ফিশিং, ভুয়া কল সেন্টার, ডিজিটাল চুরি—এসব অপরাধ বাড়ছে আশঙ্কাজনক হারে। পুলিশের তথ্য অনুযায়ী, গত কয়েক বছরে কলকাতায় সাইবার ক্রাইমের হার দ্বিগুণেরও বেশি বেড়েছে।

Read More »
Life Style

ভ্যালেন্টাইনস ডে: ভালোবাসার মানুষকে বিশেষ উপহার দেওয়ার ১০টি দারুণ আইডিয়া

ভ্যালেন্টাইনস ডে ভালোবাসা প্রকাশের বিশেষ দিন। প্রিয়জনকে কিছু বিশেষ উপহার দিয়ে এই দিনটিকে আরও স্মরণীয় করে তুলতে পারেন। চলুন দেখে নেওয়া যাক কিছু চমৎকার গিফট আইডিয়া—

Read More »
Featured News

SVF এক দশকের ভালোবাসা উদযাপন করছে ‘শুধু তোমারই জন্য’ পুনঃমুক্তির মাধ্যমে

কলকাতা, ৬ ফেব্রুয়ারি ২০২৫: এক দশক কেটে গেলেও, আদি, নয়নতারা, সিরাজ ও কোলির প্রেমকাহিনি আজও সমান আবেগপূর্ণ ও চিরন্তন। ভালোবাসার এই ঋতুকে আরও রঙিন করে তুলতে, SVF আবারও ফিরিয়ে আনছে রোম্যান্সের জাদু—‘শুধু তোমারই জন্য’ আসছে পুনঃমুক্তি পেতে ৭ই ফেব্রুয়ারি ২০২৫-এ, চলচ্চিত্রটির ১০ বছর পূর্তি উদযাপনে।

Read More »
বিনোদন জগত

ঋত্বিক ঘটক : এক ব্রাত্য পরিচালক

ঋত্বিক ঘটক—ভারতীয় সিনেমার এমন এক অধ্যায়, যাঁর জীবন এবং সৃষ্টি মূলধারার বাইরে থেকেও চলচ্চিত্রপ্রেমীদের মনে আজও গভীর রেখাপাত করে। সত্যজিৎ রায় ও মৃণাল সেনের সমসাময়িক হয়েও তিনি ছিলেন আলাদা—প্রথাবিরোধী, বিদ্রোহী এবং গভীরভাবে মানবতাবাদী। তাঁর সিনেমা বাণিজ্যিক সাফল্যের আলো না পেলেও চিন্তার খোরাক জুগিয়েছে প্রজন্মের পর প্রজন্মকে। তাঁর জীবন ও চলচ্চিত্র নিয়ে অনেক আলোচনা হয়েছে, তবে এমন কিছু অজানা তথ্য আছে, যা তাঁকে নতুন করে চিনতে সাহায্য করবে।

Read More »
error: Content is protected !!