Home » আজ জলপাইগুড়ির 14টি বুথে ভোট চলছে পুনরায়।

আজ জলপাইগুড়ির 14টি বুথে ভোট চলছে পুনরায়।

আজ সকাল থেকেই ভোট শুরু হয়ে গেছে। জলপাইগুড়ির মোট সাতটি এলাকা থেকে মানুষ আসছেন ভোট দিতে। এখনো পযর্ন্ত কোন ধরনের গন্ডগোল না হবার খবর পেলেও প্রতিটি বুথেই কড়া পাহাড়ায় আছে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্যের সশস্ত্র পুলিশ। সকাল থেকেই ভোট গ্রহন শুরু হয়ে যাবার পর থেকেই গোটা এলাকা ঘুরে ফেলে কেন্দ্রীয় বাহিনী।

আজ জলপাইগুড়ির 14টি বুথে ভোট চলছে পুনরায়।

ওই এলাকায় থাকা সিপিএম, বিজেপী এবং তৃণমূল কংগ্রেসের সমর্থকদের দুরে সরিয়ে দেওয়া হয়। এর মধ্যে দুটি বুথে লাইট না থাকায় সমস্যা আরো বেড়ে যায়। অন্যান্য জায়গার মতন জলপাইগুড়িতেও আজ সকাল থেকেই বৃষ্টি শুরু হওয়ায় মানুষের ভোট দেবার শতাংশ অনেকটাই কমে যায়।

আজ জলপাইগুড়ির 14টি বুথে ভোট চলছে পুনরায়।

অধিকাংশ মানুষ বৃষ্টির কারনে সকালে আসেন নি। এর উপরে গন্ডগোলের আতঙ্ক তাড়িয়ে বেড়াচ্ছে স্থানীয় মানুষকে। যদিও তৃণমূল কংগ্রেস দাবী করছে অকারনে আতঙ্ক ছড়িয়ে যাচ্ছে বিজেপী এবং সিপিএম। এমনিতেই ভোটের দিনে গাড়ি না থাকায় সমস্যায় পড়ে গেছেন দুর থেকে ভোট দিতে আসা স্থানীয় বাসিন্দারা।তবে পুলিশের পক্ষ থেকে আজকে বিশেষ নিরাপত্তা ব্যাবস্থা রাখা হয়েছে বলে দাবী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Click to Go Up
error: Content is protected !!