Home » এক ফোনে উধাও পাঁচ লাখ !

এক ফোনে উধাও পাঁচ লাখ !

আবারও রাজ্যে ঘটে গেল সাইবার ক্রাইম । এক ফোনে উধাও হল বৃদ্ধ দম্পতির শেষ সম্বল টুকু। হুগলীর হিন্দ মোটরের ,প্রফুল্লচাকি রোডের বাসিন্দা তপন সেনগুপ্ত (৭৬) ও গৌরি সেনগুপ্ত (৬৮) । একমাত্র পুত্র সন্তানের সাথে সম্পর্ক নেই বললেই চলে ।

তপন সেনগুপ্ত ১৫ বছর আগে বোকারো স্টিল থেকে অবসর নেন। শেষ সম্বল বলতে ব্যাংকে ছিল একটি ২ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট ও ৩ লক্ষ টাকার একটি এম এই এস। ব্যাংকের থেকে পাওয়া এই অল্প সুদেই যাহোক করে চলতো এই বৃদ্ধ দম্পতির। কিন্তু সে সম্বল টুকুও খোয়া গেল অসাবধানতার কারণে।

একটি ফোন আসে , এক্সিস ব্যাঙ্কের কর্মী পরিচয় দিয়ে। তপন বাবু কে ওটিপি ও কে ওয়াইসি ডিটেলস হোয়াটস্যাপ করতে বলায় তপন বাবু ভুল করে তার প্যান কার্ডের নম্বর দিয়ে ফেলেন। এর পরেই এক নিমেষে ব্যাংক থেকে উধাও হয়ে যায় ৫ লক্ষ টাকা।

নিঃস দম্পতি প্রশাসনের শরনাপন্ন হলেও , তারা নিজেদের আত্মহত্যার দিকে ঠেলে দেবেন বলেই হাহুতাশ করছেন । আপনারা যদি কেউ সাহায্যের হাত বাড়াতে চাইলে 9007945976 নম্বারে যোগাযোগ করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Click to Go Up
error: Content is protected !!