Home » এবার বাংলাদেশেও পাঠানের জনপ্রিয়তা তুঙ্গে । বাংলাদেশবাসী এবার ভেসেছে পাঠান স্রোতে….

এবার বাংলাদেশেও পাঠানের জনপ্রিয়তা তুঙ্গে । বাংলাদেশবাসী এবার ভেসেছে পাঠান স্রোতে….

শোভন মল্লিক, কলকাতা: ১৯৭১ সালে স্বাধীনতার পর থেকে কোনো বলিউড সিনেমা মুক্তি পায়নি বাংলাদেশে । কিন্তু এত বছর পর মুক্তি পাওয়া বলিউড সিনেমা পাঠান ইতিহাস তৈরি করল বাংলাদেশে। কিং খান শুধু ভারতে নয়, বাংলাদেশেও তিনি কিং সেটাই প্রমাণ করলেন এবার।

pathan

এএনআইয়ের খবর অনুযায়ী, বাংলাদেশের বাংলা ছবি বাঁচাতেই এতদিন বাংলাদেশে ব্যান ছিল বলিউডের ছবি। এইসব কারণেই মুক্তি পেতে বেশ বাধার সম্মুখীন হতে হয়েছে পাঠানকে । তবে সেই আশঙ্কাই সত্যি হলো এবার । শত বাধা অতিক্রম করে শুক্রবার মুক্তি পেয়েছে পাঠান। মুক্তি হওয়ার পর থেকেই বাংলাদেশের সব সিনেমা হলেই হাউসফুল বোর্ড ।

শুধু হাউজফুল নয়, পাঠান গানে মেতেছে বাংলাদেশের শাহরুখ প্রেমীরা । তরুণ তরুণীরা হলেই তুমুল নাচছে পাঠান গানে । পুরো হলই একেবারে ধুমধুমার নাচে গানে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বেশ কয়েকটি ভিডিয়ো। তার মধ্যে বেশ ভাইরাল হয়েছে একটি তরুনীর পাঠানের গানে নাচ।

আরেকটি ভিডিওতে দেখা যায়, শাহরুখকে পর্দায় দেখা মাত্রই সিট ছেড়ে পর্দার সামনে জমায়েত হয়ে নাচতে শুরু করেছে দর্শকরা। টর্চের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে আনন্দে মেতেছে সকলে । সারা বাংলাদেশ জুড়ে মোট ৪১ টি হলে চলছে পাঠান। ১৯৮ টি শো চলছে প্রতিদিন। এমনকি দুই দিনের শো হচ্ছে আগে থেকেই হাউসফুল।কিছুদিন আগেই যশরাজ ফিল্মসের ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশনের ভাইস প্রেসিডেন্ট নেলসন ডিসুজা বলেন, এই ভাবেই সকল দেশ এবং সংস্কৃতিকে মিলিয়ে দিচ্ছে চলচ্চিত্র । সঙ্গে একটা কথা বলতেই হয় “কিং, কিং হি হোতা হে”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Click to Go Up
error: Content is protected !!