Home » বাঁকুড়ায় সংবাদ মাধ্যমের উপর আক্রমণের ঘটনায় গ্রেফতার ২

বাঁকুড়ায় সংবাদ মাধ্যমের উপর আক্রমণের ঘটনায় গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক, বাঁকুড়া:- বাঁকুড়ার বেলিয়াতোড় থানার অন্তর্গত ভট্ট পাড়া প্রাথমিক বিদ্যালয়ের ২০৫ নং বুথে সংবাদ মাধ্যমের ওপর আক্রমণের ঘটনায় গ্রেফতার দুই। ৮ ই জুলাই এই ভোট গ্রহণ কেন্দ্রে ছাপ্পা চলছে এই খবর পেয়ে পৌছায় একাধিক সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা। খবর করতে গেলে ওই বুথের মধ্যে থাকা একদল দুষ্কৃতি চড়াও হয় সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের উপর।

বাঁকুড়ায় সংবাদ মাধ্যমের উপর আক্রমণের ঘটনায় গ্রেফতার ২

চড়াও হওয়ার পর চারজন সংবাদ মাধ্যমের প্রতিনিধির মোবাইল আইকাড, মোবাইল,বুম কেড়ে ভেঙে ফেলা হয়। ভাঙচুর করা হয় তাদের গাড়ি। বেধড়ক মারধর করা হয় সংবাদমাধ্যমের প্রতিনিধদের। এরপর সেখান থেকে কোনক্রমে প্রাণে বাঁচে জেলার ওই চার সাংবাদিক। সেখান থেকে বেলিয়াতোড় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা করা হয় আহত সাংবাদিকদের। প্রত্যেকেই কমবেশি জখম হন। সংবাদ মাধ্যমের ওপর আক্রমণের ঘটনায় বেলিয়াতোড় থানার পুলিশ ফুটেজ দেখে দুজনকে গ্রেফতার করে। রবিবার রাতে দুজনকে গ্রেফতার করে সোমবার ধৃতদের বাঁকুড়া জেলা আদালতে হাজির করানো হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের নাম কমলাকান্ত আইচ(৪৯) এবং পতিতপাবন ভট্টাচার্য (৫০)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Click to Go Up
error: Content is protected !!