Home » ভারতে আবারও করোনার বাড় বাড়ন্ত। আক্রান্তের সংখ‍্যা ছাড়ালো ১০,০০০ | প্রকোপ বাড়বে আগামী ১০-১২দিনে।

ভারতে আবারও করোনার বাড় বাড়ন্ত। আক্রান্তের সংখ‍্যা ছাড়ালো ১০,০০০ | প্রকোপ বাড়বে আগামী ১০-১২দিনে।

কেন্দ্রীয় স্বাস্থ‍্যমন্ত্রকের সুত্র অনুযায়ী আবারও দেশে করোনা বা কোভিড-19 এর নতুন ভ‍্যারিয়েন্ট XBB.1.16 যা করোনার ওমিক্রনের সাব ভ‍্যারিয়েন্টের প্রকোপ বেড়েই চলেছে। যা আগামী ১০-১২ দিনে মহামারীর আকার ধারন করতে পারে।

আজ নতুন করে ১০,১৫৮ জনের আক্রান্ত হবার তথ‍্য নথিভুক্ত হয়েছে যা গতকালের থেকে প্রায় ৩০% বেশী। এই মুহুর্তে দেশে  ৪৪,৯৯৮ জন করোনার এই নতুন সাব ভ‍্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন বলেই কেন্দ্রীয় স্বাস্থ‍্য মন্ত্রক জানাচ্ছেন। গতকালের আক্রান্তের সংখ‍্যা ছিল ৭,৮৩০ জন যা সব মিলিয়ে দেশে সর্বমোট আক্রান্তের সংখ‍্যা হল ৪কোটি ৪২লক্ষ ১০হাজারের বেশি।

প্রতিদিন পজিটিভ আক্রান্তের হার ৪.৪২% সাথে সাপ্তাহিক পজিটিভ আক্রান্তের হার ৪.০২%। যদিও দেশজুড়ে করোনা নিরাময়ের হার ৯৮.৭১% এবং মৃত্যুর হার ১.১৯%।

জানা যাচ্ছে কোভিডের এই নতুন প্রজাতির ভাইরাস টি ইতিমধ‍্যেই মহামারীর প্রাথমিক ধাপ অতিক্রম করেছে যা আগামী ১০-১২ দিনে মহামারীর রুপ ধারন করতে পারে এবং যে সব জায়গায় করোনা বেশী হয়েছে সেই সব স্থানেই এর প্রকোপ বেশী দেখা যেতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। শুতরাং দেশ ছাড়াও বিশ্বব‍্যাপি করোনার এই নতুন ভ‍্যারিয়েন্ট আবার কপালে চিন্তার ভাঁজ ফেলতে চলেছে। যদিও কেন্দ্রীয় সুত্র থ‍েকে জানানো হচ্ছে, দেশবাসী কে যে ভ‍্যাকসিন প্রদান করা হয়েছে তা এই নতুন ভ‍্যারিয়েন্টের ক্ষেত্রেও যথেষ্ট কার্যকর। তাই চিন্তার কোন কারন নেই। দেশে এই নতুন XBB.1.16 এ আক্রান্তের হার ফেব্রুয়ারির তুলনায় মার্চে বৃদ্ধি পেলেও হাসপাতালে ভর্তি বা মৃত্যুর কোন তথ‍্য নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Click to Go Up
error: Content is protected !!