Home » শুভ জন্মদিন সাহিত্যিক নারায়ণ স্যানাল

শুভ জন্মদিন সাহিত্যিক নারায়ণ স্যানাল

পর্ণা চ্যাটার্জী, কলকাতাঃ নারায়ণ স্যানাল বাংলা সাহিত্যের এক অবিস্মরণীয় নাম। বাংলা সাহিত্য জগত যাকে ছাড়া অসম্পূর্ণ সেই অসামান্য লেখক নারায়ণ স্যানালের জন্মদিন আজ। ১৯২৪ সালে আজকের দিনেই নদীয়ার কৃষ্ণনগরে জন্মগ্রহণ করেন তিনি।

১৯৪৮ সালে শিবপুর বিই কলেজ থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ করেন তিনি। পেশায় সরকারি পি ডবলু ডি বিভাগের কর্মকর্তা ছিলেন। অসামান্য ছবি আঁকতে পারতেন। এ হেন বহু মুখী প্রতিভাধর মানুষ তার মৃত্যুর ২৮ বছর পরও বাঙালি সাহিত্যপ্রেমী দের মনে আজও অমলিন।

narayan sanyal

বাংলা সাহিত্যের সব বিভাগেই ছিল তার অবাধ আনাগোনা। সামাজিক উপন্যাস, শিশু সাহিত্য, কিশোর উপন্যাস, উদবাস্তু সমস্যা, চিত্র-স্থাপত্য-ভাস্কর্য, বিজ্ঞান, ভ্রমণ, গোয়েন্দা, ইতিহাস কোন বিষয়ই বাদ যায়নি তার লেখনী থেকে।‘ বিশ্বাসঘাতক’, ‘আম্রপালি’, ‘রূপমঞ্জুরি’ , ’নক্ষত্রলোকের দেবতাত্মা’, ‘অলকানন্দা’, ‘অরণ্যদণ্ডক’ ইত্যাদি তার অমর সৃষ্টি। তার ‘কাঁটা সিরিজ’ আজও বাংলা সাহিত্যের বেস্ট সেলার।

তার লেখা নিয়ে তৈরি হয়েছে একাধিক চলচ্চিত্র। ‘সত্যকাম’, ‘নাগচম্পা’, ‘অশ্লীলতার দায়’, ‘নীলিমায় নীল’, ‘পাষণ্ড পণ্ডিত’, ‘গজমুক্তা’ প্রভৃতি। সাহিত্যের জন্য তিনি ‘রবীন্দ্র পুরষ্কার’, ‘বঙ্কিম পুরষ্কার’ এবং ‘নরসিংহ দত্ত অ্যায়ার্ড’ সম্মানে ভূষিত হয়েছেন। হৃষীকেশ মুখার্জী পরিচালিত ‘সত্যকাম’ ছবির জন্য ‘বেঙ্গল ফিল্ম জার্নালিষ্ট’ এর পক্ষ থেকে সেরা চলচ্চিত্র লেখক হিসেবে পুরস্কৃত হয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Click to Go Up
error: Content is protected !!