Home » Jadavpur University Student Death: পুলিশ ভ্যান থেকেই মিডিয়াকে অশালীন অঙ্গভঙ্গি যাদবপুর কান্ডের ধৃতের

Jadavpur University Student Death: পুলিশ ভ্যান থেকেই মিডিয়াকে অশালীন অঙ্গভঙ্গি যাদবপুর কান্ডের ধৃতের

যাদবপুর কান্ডে (Jadavpur university student death) গ্রেফতারির সংখ্যা বেড়ে হয়েছে ১২ জন। গতকাল, দিনভোর ম্যারাথন জিজ্ঞেসাবাদের পর তিনজনকে আটক করেছে কলকাতা পুলিশের হোমিসাইড শাখার আধিকারিকরা। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ধৃতদের মধ্যে দু’জন প্রাক্তনী এবং একজন বর্তমান পড়ুয়া৷ তিনজনের মধ্যে একজনের নাম সত্যব্রত রায়৷ হরিণঘাটার বাসিন্দা সত্যব্রত বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের কম্পিউটার সায়েন্সের ছাত্র। তাঁর গ্রেফতারির সময়ের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। যে ভিডিও ঘিরেই রীতিমত চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভিডিও’টিতে দেখা যাচ্ছে সত্যব্রত মুখ ঢাকা অবস্থায় মধ্যমা দেখাচ্ছেন সংবাদমাধ্যমের উদ্দেশ্যে।

প্রসঙ্গত, যাদবপুরের ছাত্রমৃত্যুর ঘটনার আগে সেদিন রাতে তাঁর ফোন থেকেই ফোন যায় ডিন অফ আর্টসের ফোনে। ডিন ফোন করে হস্টেল সুপারকে বিষয়টি দেখতেও বলেন। তারপরে সুপার ডিনকে ফোন করে জানান পরিস্থিতি নিয়ন্ত্রনেই রয়েছে।

গত ৯ই আগস্ট রাত ১১.৩০ নাগাদ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের নীচে রক্তাক্ত ও বিবস্ত্র অবস্থায় উদ্ধার করা হয় ওই বিশ্ববিদ্যালয়েরই প্রথম বর্ষের বাংলা বিভাগের এক পড়ুয়াকে। দিন তিনেক আগেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন তিনি। পরের দিন ভোরে হাসপাতালেই মৃত্যু হয় ওই পড়ুয়ার। ৷ গোটা ঘটনায় বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী কমিটির রিপোর্টে ইতিমধ্যেই র‍্যাগিং তত্ত্ব উঠে এসেছে৷ বিবস্ত্র ছাত্রকে উদ্ধার করার কথাও উল্লেখ রয়েছে অন্তর্বর্তী কমিটির ওই রিপোর্টে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Click to Go Up
error: Content is protected !!