Home » বিখ‍্যাত গায়ক লাকি আলির সম্পত্তি জবর দখল। অভিযোগ এক ভূমি মাফিয়া ও এক আই এ এস অফিসারের দিকে।

বিখ‍্যাত গায়ক লাকি আলির সম্পত্তি জবর দখল। অভিযোগ এক ভূমি মাফিয়া ও এক আই এ এস অফিসারের দিকে।

দেশে অপরাধ জগত এই ভাবেই প্রশয় পায়। অপরাধিদের কে আইন বা প্রশাসনের কোন উচ্চ পদস্থ আধিকারিক তার নিজের স্বার্থে অপরাধে সহযোগিতা করেন এবং আমরা সাধারণ নাগরিকরা অত‍্যাচারিত হই। সাধারণ মানুষ বাদ দিয়ে এখন সেই অত‍্যাচারের লিস্টে ভুক্তভোগী হিসাবে নাম জুড়ে গেল ভারতের বিখ্যাত, প্রয়াত কমেডি অভিনেতা মেহমুদ ( আলি) -র একমাত্র সন্তান তথা বিখ‍্যাত গায়ক লাকি আলির।

আজ তিনি তার সামাজিক মাধ‍্যমে বেঙ্গালুরু প্রসাশন কে লেখা একটি চিঠির সারমর্ম পোষ্ট করেন। যেখানে তিনি বলেছেন –

তিনি এই মুহূর্তে বিশেষ কাজে দুবাইতে রয়েছেন। ওনার একটি রেজিস্ট্রিকৃত খামার বাড়ী যা বেঙ্গালুরুর কেনচেনাহাল্লি ইয়েলাহঙ্কায় অবস্থিত, সেটি বেঙ্গালুরুর কুখ্যাত ভুমি মাফিয়া সুধীর রেড্ডি (এবং মধু রেড্ডি) বেআইনিভাবে জবর দখল করেছেন। নিজ স্বার্থে, এই বেআইনি কাজে সহায়তা করেছেন রোহিনী সিন্ধুরী নামে এক আই এ এস অফিসার ও তার স্ত্রী। তারা জোর করে তার খামার বাড়িতে ঢুকে জবর দখল করে এবং প্রাসঙ্গিক কাগজপত্র দেখাতে অস্বীকার করে। আমার আইনি পরামর্শ দাতা আমাকে জানিয়েছেন যে এই কাজ বেঅাইনি এবং এই সম্পত্তি দখলের জন‍্য তাদের কাছে কোন আইনি নির্দেশ বা কাগজ নেই। এছাড়া আমি নিজে ওখানে ৫০ বছর বসবাস করছি। দুবাই যাবায আগে আপনার সাথে দেখা করতে চেয়েছিলাম কিন্তু আপনি অনুপস্থিত থাকায় আমি আমার অভিযোগ স্থানীয় ACP-র কাছে জানিয়েছিলাম কিন্তু কোন ইতিবাচক উত্তর পাইনি। আমি স্থানীয় পুলিশের থেকে কোন সাহায্য পাচ্ছি না কারন তারা দখলদার দের সমর্থন করছেন। আগামী ৭ই ডিসেম্বর এই মামলার চুড়ান্ত শুনানির আগে এই অবৈধ কার্যকলাপ আপনি প্রতিরোধ করে ওখান থাকা আমার পরিবার ও বাচ্চাদের নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করুন। নতুবা এই সমস‍্যা জনসাধারণের কাছে নিয়ে যাওয়া ছাড়া আর কোন বিকল্প পথ থাকবে না।

স্থানীয় প্রসাশন এখনো এই চিঠির কোন সদুত্তর দেননি বলেই জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Click to Go Up
error: Content is protected !!