Home » সমাজে বাসস্থানহীন মানুষদের পাশে এবার সংগঠন “ঘরছাড়া”।অনুষ্ঠিত হল সংগঠনের নামকরন অনুষ্ঠান।

সমাজে বাসস্থানহীন মানুষদের পাশে এবার সংগঠন “ঘরছাড়া”।অনুষ্ঠিত হল সংগঠনের নামকরন অনুষ্ঠান।

অসহায় মানুষদের পাশে এবার সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন “ঘরছাড়া”। সম্প্রতি হয়ে গেল তার বিশেষ নামকরন অনুষ্ঠান। যে সমস্ত মানুষদের থাকার জায়গা নেই, খাদ্যের অভাব, তাদের পাশে এবার সংগঠন “ঘরছাড়া”।

শেফালী সরকার ও শিবদাস সরকারের আশীর্বাদে প্রিয়াঙ্কা সরকার এর এই নবপ্রয়াস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির এর স্বামীজী স্বামী মহাপ্রজ্ঞানন্দ।


সংগঠনের প্রধান প্রিয়াঙ্কা সরকার জানান “সমাজের গরীর মানুষদের পাশে থাকতে চায় এই ‘ঘরছাড়া’ টিম। ওদের দুঃখ আনন্দ কে ভাগ করে নিতে চাই আমরা। তাই ছুটে যাওয়া ওদের কাছে। ওদের খুশীতে আমরা খুশী হতে চাই”।


স্বামী মহাপ্রজ্ঞানন্দ বলেন “এমন একটি উদ্দ্যেগকে সাধুবাদ জানাতে হয়। সমাজের জন্য কাজ করছে এই দল ঘরছাড়া। সমাজের ঘরছাড়া মানুষদের পাশে দাঁড়াতে এই সংগঠনের নাম ঘরছাড়া”।

ওইদিন উপস্থিত ছিলেন এই সংগঠনের আরো একজন অন্যতম সদস্য দেবাশীষ ঘোষ। সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যেমে অনুষ্ঠিত হয় এই সংগঠনের নামকরন। দেবাশীষ ঘোষ জানান “যে সমস্ত মানুষের অন্যের অভাব, তাদের কে যদি আমরা কিছুটা সাহায্য করতে পারি, তাহলে এই দল নিজেদের ধন্য মনে করবে”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Click to Go Up
error: Content is protected !!