Home » Sujit Bose: নিয়োগ-দুর্নীতি মামলায় দমকল মন্ত্রী সুজিত বসুকে তলব সিবিআইয়ের

Sujit Bose: নিয়োগ-দুর্নীতি মামলায় দমকল মন্ত্রী সুজিত বসুকে তলব সিবিআইয়ের

Sujit Bose

কলকাতাঃ নিয়োগ-দুর্নীতি মামলায় এবার আরও এক মন্ত্রীর তলব। পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় এবার দমকল মন্ত্রী সুজিত বসুকে (Sujit Bose) তলব সিবিআইয়ের। ৩১ অগাস্ট বেলা ১১টা নাগাদ নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে সিবিআইয়ের তরফ থেকে। ধৃত অয়ন শীলের বাড়ি থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ১৪টি পুরসভায় তল্লাশি চালায় সিবিআই। ২০১৬ থেকে পুরসভায় নিয়োগে একাধিক দুর্নীতির তথ্য উঠে আসে সিবিআইয়ের হাতে। দক্ষিণ দমদম পুরসভার তৎকালীন উপ-পুরপ্রধান ছিলেন সুজিত বসু।


গতকালই পোস্টিং দুর্নীতি মামলায় ৪০ জন শিক্ষককে ডেকে পাঠিয়েছে সিবিআই। এই মামলায় সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ দেওয়ার পরই, বিচারপতি গঙ্গোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করেন কুণাল ঘোষ। পাল্টা কুণাল ঘোষকে নিশানাও বিরোধীদের। সিবিআই সূত্রে দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশনামা হাতে পেলেই বন্ধ করা হবে তদন্ত।
প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় ফের চিরুনি অভিযান শুরু করেছে ইডি। সম্প্রতি, নিউ আলিপুরের P-ব্লকে লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসে হানা দেয় ইডি। ইডির দাবি, এই সংস্থার কর্ণাধার ছিলেন কালীঘাটের কাকু, সুজয়কৃষ্ণ ভদ্র। এর পাশাপাশি, দক্ষিণ কলকাতার ২৪ নম্বর লি রোডে কাকুর মেয়ে-জামাই পারমিতা ও দেবরূপ চট্টোপাধ্যায়ের ফ্ল্যাটেও চলছে তল্লাশি। এছাড়াও, দক্ষিণ ২৪ পরগনার বিবিরহাটের সাজুয়া এলাকায় প্রাক্তন জেলা সভাধিপতি শামিমা শেখের স্বামী ও তৃণমূল নেতা মৃত রমজান শেখের আবাসন প্রকল্পেও হানা দিয়েছেন ইডি-র অফিসাররা। আবাসন প্রকল্পের পাশে একটি জমি রয়েছে। সেটিও মৃত তৃণমূল নেতার নামে রয়েছে বলে ইডি সূত্রে খবর। ইডি-র আরেকটি দল রওনা দিয়েছে মহেশতলার দিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Click to Go Up
error: Content is protected !!