আমরা অনেকেই স্বপ্ন দেখি, স্বপ্ন দেখতে ভালোবাসি কিন্তু সেই স্বপ্ন কে বাস্তবে পরিনত করতে বা ছুঁয়ে দেখতে ভয় পাই, কারন আমরা বাঙালি মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমাদের একটাই স্বপ্ন থাকে 9টা থেকে 5টার একটা সরকারি চাকরি আর সারাটা জীবন শখ আহ্লাদ গুলোর গলা টিপে খুন করে অঞ্জন দত্তের হরিপদ-র মতো একজন সাদামাটা লোক হয়ে থাকতে। কিন্তু দিন বদলেছে। নব্য বাঙালি যুব সমাজ আর এই টুকুতে সন্তুষ্ট নয়। আর কলকাতার প্রীতম রায় চৌধুরী সেটাই প্রমান করলো।
কলকাতার মধ্যবিত্ত পরিবারের ছেলে প্রীতম রায় চৌধুরী যাকে বর্তমান Hiphop, Distract বা Rap এর জগতে অনেকেই চেনেন Lil-Dex নামে।

আমরা অনেকেই সঙ্গীত ভালোবাসলেও বর্তমান প্রজন্মের এই Hiphop, Distract বা Rap সংস্কৃতি আমরা বুঝতে পারিনা। নানা ভাবে এই প্রজন্মের এই নতুন সঙ্গীতের ধারা কে ছোট করি কিন্তু আপনারা কি জানেন? এই Hiphop, Distract বা Rap এর উৎপত্তিস্থল আমাদেরই এই সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলা-ই। অবাক হবেন না। একেবারেই ঠিক পড়ছেন। আসলে আমরাই আমাদের ঐতিহ্য গুলোকে ভূলতে বসেছি।
এক সময় যখন স্মার্টফোন, টেলিভিশন বা মনোরঞ্জনের এত রসদ ছিলনা তখন ছিল পাড়ায় পাড়ায় কবিয়াল ও গানের লড়াই। এই গানের লড়াইতে থাকতো তখনকার দিনের সমসাময়িক নানান বিতর্কের বিষয়ে তৎক্ষনাৎ গানের কলি তৈরী করে গানকরা এবং এ ভাবেই গানে গানে তর্ক করা। কবিয়াল গান ছিল এই বাংলার সোনালী ইতিহাসের অঙ্গ। এমনকি পরাধীন ভারতবর্ষের বাংলায় জনৈক ইংরেজ অ্যান্টনি সাহেব এই কবিয়াল গান শিখে বিখ্যাত হয়েছিলেন বলেই তাকে নিয়ে তৈরী হয়েছিল উত্তম কুমার অভিনীত অ্যান্টনি ফিরিঙ্গী।
কিন্তু আমরা এসব কি আর সত্যিই খুঁজে শুনতে বা জানতে চেয়েছি কখনও? এই কবিয়াল গানই, পাশ্চাত্যের হাত ধরে ফিরে এসেছে Hiphop, Distract বা Rap হয়েই। ভারতে প্রথম 90 এর দশকে এ বাবা সেহগাল এই সঙ্গীতের ধারা নতুন করে প্রবর্তন করেন তার পর থেকে এসেছেন অনেকেই। আপাচে ইন্ডিয়ান, জ্যাজি বি এবং বর্তমানে হানি সিং ও বাদশার পরে বলিউডে এসেছে ডিভাইন, রাফতার, নাইজি এমনকি বলিউড অভিনেতা রনভীর সিং। ব্রাত্যছিল বাংলা। এবার সেই জায়গার দখল নিতে চলেছেন প্রীতম রায় চৌধুরী বা Lil-Dex.
মুম্বাইয়ের Magic Door Production এর একটি হিন্দী থ্রীলার ওয়েব সিরিজে নেপথ্য সঙ্গীত পরিচালনার দায়িত্ব পেতে চলেছেন Lil-Dex. Magic Door Production এর অন্যতম কর্নধার ও বিশিষ্ট ফ্যাশন ডিজাইনার সোমদত্তা মুখার্জী, নাম না জানালেও বলিউডি এই হিন্দি ওয়েব সিরিজে অভিনয়ে থাকবেন একাধিক বলিউড ও বাংলা বিধোদন জগতের তারকারা। কলকাতার অপরিচিত অপরাধ জগত নিয়ে এই ওয়েব সিরিজ হিন্দী ভোজপুরি ও বাংলা ভাষায় দেখা যাবে বলেই জানিয়েছেন। খুব দ্রত কলকাতার Lil-Dex এর সাথে Magic Door Production এর চুক্তি সাক্ষরিত হবে।
আপনাদের জন্য রইলো আমাদের সাথে প্রীতম রায় চৌধুরী বা Lil-Dex এর সাক্ষাতকারের একটি ভিডিও। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবসক্রাইব করতে ভুলবেন না।